কর্ণফুলী উপজেলার বড় উঠান, শাহমীরপুর, জুলধা, চরলক্ষ্যা, পাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় লাউ, মিষ্টিকুমড়া, টমেটো, ঝিঙ্গা, বেগুনসহ নানা সবজি ক্ষেতে পোকা দমনকারী ফেরোমন ফাঁদ এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চাষীরা জানান ক্ষতিকর পোকা দমন ও ফসল রক্ষায় ফেরোমন ব্যবহার করার সুফল অনেক। কৃষকরা বলেন মরিচ ক্ষেতের ফেরোমন ফাঁদ তৈরি করার জন্য লিউর কিনতে হয় ৪০ টাকার। টমেটো ও বেগুন ক্ষেতের জন্য কিনতে হয় ২৫-৩০ টাকার। টমেটো এবং মরিচ ক্ষেতের প্রতিটি ফাঁদের মেয়াদ থাকে দুই মাস। পোকা ও কীট দমনে অন্য কীটনাশক কিংবা ঔষুধের তুলনায় খরচ অনেক কম হওয়ায় এর ব্যবহার দিন দিন বাড়ছে। এতে চারীরা সবজি উৎপাদনে কীটনাশক পরিহার করতে সক্ষম হচ্ছেন। কর্ণফুলী উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো: মঈন উদ্দিন জানান প্রদর্শনীর মাধ্যমে চাষীদের ফেরোমন ফাঁদ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। খরচ কম ও কার্যকরী হওয়ায় চাষীদের কাছে বিষমুক্ত সবজি উৎপাদনে জনপ্রিয় হয়ে উঠেছে ফেরোমন ফাঁদ।